পাবনা জেলার ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ সারা দেশে এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি উদ্বোধন করেন।
সারা দেশের ন্যায় পাবনার ঈশ্বরদী উপজেলাতে আজ বৃক্ষ রোপন উদ্বোধন করেন আমার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
ঈশ্বরদী সামাজিক বন বাগান কেন্দ্রের সহযোগিতায় ঈশ্বরদী উপজেলা পরিষদের উদ্যোগে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান, ঈশ্বরদী উপজেলা ভাইস চেয়ারম্যান সালাম খাঁন, ঈশ্বরদী উপজেলা ফরেষ্ট অফিসার ইসমাইল হোসেন প্রমূখ।
Leave a Reply