নবনির্বাচিত ঈশ্বরদী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির যুগ্ম -আহবায়ক নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা একরাম হোসেন।
গত ৩০ শে জুলাই পাবনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু ও সাধারণ সম্পাদক রুহুল আমিন এই কমিটি অনুমোদন দেন।
একরাম হোসেন এর পূর্বে ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ- সভাপতি, ও উপজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এ বিষয়ে একরাম হোসেন বলেন, “জেলার নেতৃবৃন্দ যাদেরকে যোগ্য মনে করেছেন, তাদেরকেই দায়িত্ব দিয়েছেন।আর আমি মনে করি এই কমিটিতে যে সকল সদস্যবৃন্দ রয়েছেন সবাই যোগ্য, সবাই ছাত্রলীগ করে এসেছেন,সবারই দলের জন্য কম বেশি অবদান রয়েছে।অতএব,এই আহবায়ক কমিটির সকল সদস্যদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এই সংগঠনকে এগিয়ে নিতে আমরা সবাই সম্মিলিত ভাবে কাজ করবো এবং সেবা,শান্তি, প্রগতির ব্রত নিয়ে মানুষ ও দেশের কল্যাণে কাজ করবো।”
Leave a Reply