ঈশ্বরদী ও আটঘরিয়ায় ড. মুসলিমা জাহানের নেতৃত্বে করোনা সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
করোনা জয়ে স্বীকৃত শেখ হাসিনার নেতৃত্ব-এই শ্লোগানকে সামনে রেখে ড. মুসলিমা জাহান ময়না ঈশ্বরদী-আটঘরিয়ায় মাসব্যাপী শুরু করেছেন করোনা সচেতনতা কার্যক্রম। তারই ধারাবাহিকতায় গত সপ্তাহে ২৩-৭ ও ২৪-৭ তারিখে তিনি যেসব এলাকার মানুষের কাছে গিয়েছেন তার মধ্যে রয়েছে ঈশ্বরদীর দাশুরিয়া ইউনিয়নের কালিকাপুর এবং আটঘরিয়ার একদন্ত, লক্ষীপুর, চাঁদভা, ও মাজপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী, পথচারীসহ সর্বস্তরের মানুষের মধ্যে মাস্ক, গ্লাভ্স, স্যানিটাইজার ও স্বাস্থ্যবিধি সম্বলিত লিফলেট বিতরণ করেন। জনসচেতনতায় উপস্থিত মানুষের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা মেনে চলার পরামর্শ দেন তিনি।
পথচারী, রিক্সাচালক, ভ্যানচালক, ভিক্ষুক, কামার, কুমার, মুদি দোকানদার, ফলওয়ালা, মাছওয়ালা, মুরগীওয়ালা, চায়ের দোকানদার, পান দোকানদার থেকে শুরু করে সকল স্তরের সাধারন মানুষের মধ্যে তিনি নিজে করোনা প্রতিরোধ উপকরণ যেমন: মাস্ক, হ্যান্ড-স্যানিটাইজার, গ্লাভস্, এবং স্বাস্থ্যবিধি সম্বলিত লিফলেট বিতরণ করেন। উপস্থিত মানুষের কাছে স্বাস্থ্য সচেতনতা মেনে চলার পাশাপাশি আসন্ন উপনির্বাচনে (পাবনা-৪) নৌকা মার্কায় নিজের প্রার্থীতার জন্য দোয়া চান ঈশ্বরদী সরকারী কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রলীগ নেত্রী। ইটালীর তুরিন বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ.ডি করে দেশের খ্যাত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত একজন ব্যক্তিত্ব সাধারন মানুষের স্বাস্থ্য সচেতনতা নিয়ে নিজ এলাকার পথে-প্রান্তরে যেভাবে কার্যক্রম করে চলেছেন তা সত্যিই নজীরবিহীন।
এর আগে ঈশ্বরদী পৌর এলাকা, আটঘরিয়া, ও দেবোত্তর ছাড়াও তিনি ঈশ্বরদী উপজেলার পাকশী, লক্ষীকুন্ডা, সাহাপুর, সলিমপুর, সাঁড়া ও মুলাডুলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় করোনা প্রতিরোধ উপকরণ বিতরণ করেন।
Leave a Reply