ঈশ্বরদী থানা পুলিশের একদল চৌকশ পুলিশ অফিসার্স ঈশ্বরদী পিয়ারাখালী জামতলা এলাকায় অভিযান চালিয়ে ৫৩পিচ ইয়াবাসহ শান্ত হোসেন (২৫) নামে এক নামকরা মাদক ব্যবসায়ী যুবককে গ্রেফতার করেছে।
বৃহষ্পতিবার গভীর রাত ১২ঃ৩০ সময় গোপন তথ্যের ভিত্তিতে শান্তকে গ্রেফতার করে ঈশ্বরদী থানার এস আই সাঈফ,এস আই মফিজুল, এ এস আই মাসুদ, এ এস আই শাফিরুল ইসলাম।
গ্রেফতার শান্ত হোসেন উপজেলার পিয়ারা খালি জামতলা এলাকার মৃত নুর সামাদ আলীর ছেলে। এলাকা সূত্রে জানা যায় শান্ত দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে আসছিলেন। ঈশ্বরদী থানায় তার নামে অস্ত্র মামলা সহ একাধিক মাদক মামলা রয়েছে। শান্ত গ্রেফতার হওয়ায় এলাকার জনগনের মাঝে শান্তির হাওয়া বয়েছে। এলাকায় সাধারন জনগন শান্তকে গ্রেফতার করায় ঈশ্বরদী থানা পুলিশকে ধন্যবাদ জানান।
ঈশ্বরদী থানা পুলিশ এস আই সাঈফ জানান, তার নেতৃত্বে বৃহষ্পতিবার রাত ১২ঃ৩০ মিনিটের সময় পিয়ারা খালী এলাকায় সন্ত্রাস/জঙ্গীবাদ ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলেন।
এসময় ঈশ্বরদীর জামতলা এলাকায় ইয়াবা বেচা কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শান্ত (২৫) হোসেনকে আটক করা হয় । আটককালে তার শরীর তল্লাশী করে ৫৩ পিচ ইয়াবা পাওয়া যায়।
এঘটনায় পুলিশ আটক শান্ত কে রাতেই ঈশ্বরদী থানায় সোর্পদ করে মাদব দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশ আজ শুক্রবার শান্তকে জেল হাজতে প্রেরণ করেন।
Leave a Reply