ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি থেকে ৩ জনসহ ৫ জন এবং কাউন্সিলর পদে ৫২ জন প্রার্থী (সাধারণ পদে ৪৫, সংরক্ষিত মহিলা পদে ৭ জন) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৬ জানুয়ারী অনুষ্ঠিতব্য ২য় ধাপের পৌরসভা নির্বাচনে ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে অংশ নিতে ঈশ্বরদীর ৫৭ জন প্রার্থী আজ শনিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে অফিস চলাকালিন সময়ে পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
ঈশ্বরদী নির্বাচন সূত্রে জানা গেছে শেষ পর্যন্ত বিএনপির ৩ জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এছাড়া আওয়ামীলীগ প্রার্থীও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।মনোনয়নপত্র সংগ্রহকারীগণ হলেন, ঈশ্বরদী পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেতা রফিকুল ইসলাম নয়ন, সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা ও স্বেচ্ছাসেবকদল নেতা আবু সাইদ লিটন, পৌর যুবদল নেতা জাকির হোসেন জুয়েল এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাসুম বিল্লাহ মাসুম। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন এবং সংরক্ষিত নারী আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর মঙ্গলবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ভোটগ্রহন ২০২১ সালের ১৬ জানুয়ারী।
Leave a Reply