ঈশ্বরদী পৌর মেয়র ও ঈশ্বরদী পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টুর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঈশ্বরদীর সাবেক দুই ছাত্রনেতা। তারা হলেন ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও ঈশ্বরদীর জনপ্রিয় যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন সোহাগ বিশ্বাস এবং ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও পাকশী কলেজের প্রভাষক
মেয়র মিন্টুর পক্ষে শুভেচ্ছা জানিয়ে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সোহাগ ‘বাংলাদেশ সারাবেলা’কে জানান যে ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসা মানুষ।তৃণমূল থেকে উঠে আসা নেতাই পারে তৃণমূল কর্মীদের সুখ-দুঃখের সারথি হতে। আবুল কালাম আজাদ মিন্টু জনতার রায়ে বারংবার নির্বাচিত পৌর মেয়র।উনার পক্ষ থেকে তাই ঈশ্বরদী-আটঘরিয়াবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। একই সাথে চলমান করোনা পরিস্থিতিতে সবাইকে সরকারের বিধিনিষেধ মেনে ঈদ উৎযাপন করার অনুরোধ জানান সাবেক এই জনপ্রিয় ছাত্রলীগ নেতা।
অপরদিকে আরেক সাবেক ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন সনেট জানান ঈশ্বরদীতে আবুল কালাম আজাদ মিন্টু ছাত্রলীগ-যুবলীগ করে এসে আওয়ামীলীগ করছেন। দীর্ঘ এই রাজনৈতিক জীবনে বারংবার ঈশ্বরদীবাসী ভোট ও ভালোবাসায় সিক্ত হয়েছেন পৌর মেয়র।তাই পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর পক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। একই সাথে সামাজিক দূরত্ব বজায় রেখেই ঈদ উৎযাপনের পরামর্শ দিয়েছেন এই সাবেক ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের জনপ্রিয় ছাত্রলীগ সভাপতি।
Leave a Reply