উখিয়ায় বজ্রপাতে নিহত ব্যাক্তির পরিবারকে অর্থ সহায়তা তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী।
মহামারী করোনা ভাইরাসের এই দুর্দিনে গত ০৪ ই জুন দুপুর ১১:৩০ মিনিটে বজ্রপাতে নিহত হয় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ২নং ওয়ার্ডের থিমছড়ি এলাকার মুফিজুর রহমানের ছেলে নুরুল হক।
অদ্য ৯ ই জুন মঙ্গলবার নিহত নুরুল হকের পরিবারকে তুলে দেন সরকারের পক্ষ থেকে বরাদ্দকৃত অনুদান। অনুদানে ছিলো ২৫০০০/= টাকার আর্থিক অনুদান ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী তার পরিবারের হাতে তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিকারুজ্জামান চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী।
Leave a Reply