সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় লকডাউন ও আম্ফানের মধ্যেও চলছে ঈদের কেনাকাটা।করোনা নিয়ন্ত্রনের কারনে দীর্ঘ লকডাউনে মানুষ যেন গৃহবন্দি হয়েগেছে।অন্যদিক থেকে আবার শুরু হয়েছে ঘূর্ণিঝড় আম্ফানের বিরুপ পরিবেশ।সব মিলিয়ে মানুষের মধ্যে সবসময় একধরনের আতঙ্ক বিরাজ করা শুরু করেছে।আর মাত্র কয়েকটা দিন পরেই ঈদুল ফিতর।তাই মানুষ আর ঘরে থাকতে পারছেনা।নানা ভাবে ব্যাস্ত আছে ঈদের আয়োজন নিয়ে।লক্ষ্য করা যাচ্ছে উল্লাপাড়ার প্রধান বাজার সহ এলাকার প্রায় প্রতিটি বাজারেই ক্রেতা বিক্রেতাদের প্রচন্ড ভীড়।করোনার লকডাউনের বিষয়ে ক্রেতাদের কাছ থেকে জানতে চাইলে তারা জানান,অনেক দিন যাবৎ গৃহবন্দি হয়ে থাকায় সবকিছুতেই বিরক্তিভাব এসেছে ।আর কতোদিন এভাবে নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলতে হবে তা জানেন না তারা।
এ বিষয়ে বিক্রেতাদের কাছ থেকে জানতে চাইলে জানা যায়,অনেক দিন হলো দোকান বন্ধ থাকায় উপার্জনও বন্ধ ছিলো।পরিবার নিয়ে অনেক কষ্টে ছিলেন তারা।এভাবে আর কয়েকটা দিন পার হলে নিজের জীবনটাই লকডাউনে পরে যাবে।তাই বাধ্য হয়ে দোকান খুলছেন তারা।একদিকে করোনার আধিপত্য বিস্তার দ্রুত বেড়েই চলেছে,অন্যদিকে মানুষ আর ঘরে থাকতে চাচ্ছেনা, মানছেন না সামাজিক দূরত্ব।করোনার ফলাফল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এ নিয়ে খুবই চিন্তার মধ্যে আছেন পরিবেশ বিশেষজ্ঞ ও চিকিৎসা বিশেষজ্ঞগণ।
উল্লাপাড়ার বাজারগুলোতেও দেখা যাচ্ছে ভীড়। সামাজিক দূরত্ব মেনে বেচা-কেনাও চোখে মিলছে না। এ অবস্থায় কোথায়,ঠিক কোন স্টপে গিয়ে দাঁড়াবে এই সমস্যার গাড়ি, তা জানে নেই কারো।
Leave a Reply