করোনাভাইরাসের কারণে গত ১৭ই মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান।কয়েক দফা ছুটি বাড়িয়ে আগামী ৩ অক্টোবর পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে।চলতি বছরের এইচএসসি পরীক্ষা এখনো নেয়া হয়নি।পিএসসি ও জে.এস.সি. পরীক্ষা বাতিল করা হলেও এইচএসসি পরীক্ষা বাতিল করার মতো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ শুক্রবার (২৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানান যে করোনা পরিস্থিতি অনুকূলে আসলে পরীক্ষা আয়োজন করা হবে।
এর আগে গতকাল ২৭ আগস্ট, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দফতর, সংস্থার প্রধানদের অংশগ্রহণে করোনাকালীন ও করোনা-পরবর্তী শিক্ষাব্যবস্থা নিয়ে এক অনলাইন সভা অনুষ্ঠিত হয়।সেখানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে এইচএসসি পরীক্ষার আয়োজন করার প্রস্তুতি নিতে বলেছেন।
স্বাস্থ্যবিধি মেনে পাবলিক পরীক্ষার আয়োজন কিভাবে করা যায়,তা নির্ধারণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী।এর পাশাপাশি মাধ্যমিকের অন্যান্য শ্রেণিতে পরবর্তী শ্রেণিতে উর্ত্তীন্ন করতে কি ধরনের মূল্যায়ন পদ্ধতি নেয়া যেতে পারে, তার পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি।
Leave a Reply