বিশ্বে একদিনে রেকর্ড সংখ্যক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে।গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪ লাখ ১৩ হাজারের বেশি সংখ্যক কোভিড-১৯ শনাক্ত হয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়েছে। এতো মানুষ একদিনে এর আগে আর কখনও করোনায় আক্রান্ত হননি।
এর আগে পহেলা আগষ্ট নতুন রোগী শনাক্ত হয় ২ লাখ ৬০ হাজার ও পহেলা সেপ্টেম্বর শনাক্ত হয় ২ লাখ ৬৩ হাজার রোগী। এর এক মাস পর ১ অক্টোবর সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা ৩ লাখ ২৪ হাজার ছাড়িয়ে যায়। গত শুক্রবার নতুন করে শনাক্ত হয় ৪ লাখ ১৩ হাজারের বেশি এবং গতকাল শনিবার শনাক্ত হয়েছেন ৩ লাখ ৭২ হাজারের বেশি। প্রায় দেশে লকডাউন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ায় বাড়ছে সংক্রমণ।
রেকর্ড সর্বোচ্চ সংক্রমণের সবচেয়ে বেশি মানুষ কোভিড-১৯ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট ৮৩ লাখ করোনা সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন বলে জানা গিয়েছে। মোট মৃতের সংখ্যা ২৪ হাজারের বেশি। ৫৪ লাখের বেশি রোগী সুস্থ হয়েছেন। নতুন করে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজারের বেশি মানুষ। দেশটিতে এখনো করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পেয়েই চলেছে।
গত শুক্রবারে পুরো ইউরোপ জুড়ে সংক্রমণের রেকর্ড গড়ে। এই অঞ্চলে ওই দিন দেড় লাখের বেশি রোগী শনাক্ত হয়েছিলো।
Leave a Reply