আন্তর্জাতিক সেবা সংঘটন এপেক্স ক্লাব অব চকরিয়া সিটি’র বার্ষিক সাধারণ সভায় আগামী ২০২৩ সালের বোর্ড অব ডিরেক্টরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এপেক্সিয়ান আবুল মনসুর মোঃ মহসিন ও সেক্রেটারি এন্ড ডিএন এডিটর মনোনীত হয়েছেন এপেক্সিয়ান রিয়ানুল কবির রিয়ান।
রবিবার সন্ধ্যায় এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ক্লাব অফিসে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ ঘোষনা দেওয়া হয়।
এপেক্স ক্লাব অব চকরিয়া সিটির ফাউন্ডার প্রেসিডেন্ট এপেক্সিয়ান এম এম এইচ ইয়াসির আরাফাত চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি এপেক্সিয়ান এডভোকেট সালাহ উদ্দিন কাদেরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট এপেক্সিয়ান ইলিয়াস জসিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা-৩ এর গভর্নর এপেক্সিয়ান জাকির হোসেন, ন্যাশনাল সেক্রেটারি এপেক্সিয়ান মীর ফেরদৌস আলম সেলিম, ন্যাশনাল অফিসিয়াল শেখ আক্তারুজ্জামান পারভেজ ও এপেক্স ক্লাব অব কক্সবাজারের ফাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান নোমান আব্বাসী।
উক্ত সভায় আগামী ২০২৩ সালের দায়িত্বপ্রাপ্ত বোর্ড ডিরেক্টরদের নাম ঘোষণা করা হয়।
দায়িত্ব প্রাপ্ত ডিরেক্টরগণ হলেন যথাক্রমে –
প্রেসিডেন্ট আবুল মনসুন মোঃ মহসিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এডভোকেট সালাহ উদ্দিন কাদের, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট শারমিন জন্নাত ফেন্সি, আইপিপি এমএম এইচ ইয়াসির আরাফাত চৌধুরী, সেক্রেটারি এন্ড ডিএন এডিটর রিয়ানুল কবির রিয়ান, ট্রেজারার আসমাউল হুসনা লাভলি, সার্ভিস ডিরেক্টর ফাতেমা বেগম রানী, মেম্বারশীপ এন্ড এ্যাটেনডেন্ট ডিরেক্টর রুনা আক্তার, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর মিজানুর রহমান, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর নাঈমুল হক সিকদার ও সার্জেন্ট-এট-আর্মস আরমান মাহমুদ।
এপেক্স একটি আন্তর্জাতিক সেবা মূলক সংঘটন। সংগঠনটি মুলত সেবা, সুনাগরিকত্ব ও সৌহার্দ্য পূর্ণ নিবিড় বন্ধুত্ব তৈরিতে কাজ করে থাকেন। যেটি সারা বিশ্বে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সেবা দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। এই কার্যক্রমকে ত্বরান্বিত করতে সবাইকে এগিয়ে আাসার আহবান জানিয়েছেন এপেক্স বাংলাদেশ এর কর্ণধার এপেক্সিয়ান ইলিয়াস জসিম।
Leave a Reply