একই নামে একই দেশে একই শ্রেণীভুক্ত বিশ্ববিদ্যালয়! কিছুটা ধাক্কা খেলেও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণীতে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থাকা সত্বেও পিরোজপুরে নতুন প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়!
এছাড়া নতুন তিনটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নামেও সাদৃশ্য রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার নিজ ফেইসবুক একাউন্ট ও পেইজের টাইমলাইনে পাশ্ববর্তী দুই জেলায় একই নামে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়ে স্ট্যাটাস দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিবাদ জানায় ২০১১ সাল থেকে শিক্ষা-কার্যক্রম চলে আসা গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।তবে বিভিন্ন গণমাধ্যমে সে সময় নামে কিছুটা পরিবর্তন এনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামকরণ করতে দেখা যায়।
তবে এ মাসের (ফেব্রুয়ারি) বহুল পঠিত ম্যাগাজিন ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ এর তথ্যে দেখা যায় নতুন সরকারি বিশ্ববিদ্যালয়ের তিনটি বিশ্ববিদ্যালয়ের সাথেই সাদৃশ্য রয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে। তবে পুরোপুরি মিলে গিয়েছে পিরোজপুরে প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের নামের সাথে।
একই নামে দুই বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বশেমুরবিপ্রবি’র রেজিস্ট্রার আব্দুর রউফ বলেন “এ বিষয়ে তো আমি কিছু জানি না।আমি কাল এ বিষয়ে প্রক্টর ও ভিসি স্যারের সাথে কথা বলবো।”
Leave a Reply