পৃথিবীজুড়ে করোনাভাইরাস আছড়ে পড়েছে।করোনার বিষে দেশ আজ বিষাক্রান্ত।ঢাবি,জবিতে শিক্ষার্থী আক্রান্তের খবর পেয়েছি।এবার শিক্ষার্থী আক্রান্ত না হলেও হয়েছে শিক্ষার্থীর পরিবারের এক সদস্য,উপসর্গ হিসেবে জ্বর দেখা গিয়েছে সেই শিক্ষার্থীর মাঝেও।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে করোনার বিষাক্ত ছোবলে এবার পতিত হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পরিবার।
বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থীর মা করোনায় আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।ঐ শিক্ষার্থীর মাঝে করোনার উপসর্গ দেখা দিয়েছে।উপসর্গ দেখা দিয়েছে তার দুই বোনের মাঝেও।
বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সূত্রে বিষয়টি জানা গিয়েছে। শিক্ষার্থী তার নাম,বর্ষ ও বিভাগ তথা পরিচয় প্রদানে অনিচ্ছুক বলে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানবীর খান জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসক্লাবের সভাপতি তারিক লিটু।
সূত্র থেকে আরো জানা গেছে আইইডিসিআরকে শিক্ষার্থী উপসর্গের বিষয়টি জানিয়েছেন।প্রতিষ্ঠানটি থেকে তার ও তার বোনদ্বয়ের নমুনা দ্রুতই পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করতে আসবে বলে শিক্ষার্থীকে জানিয়েছে।
উল্লেখ্য এর আগে উক্ত শিক্ষার্থীর মা এর করোনা পজেটিভ আসায় তিনি বর্তমানে আইসোলেশনে আছেন।করোনার ছোবলে পরিবারসহ দুশ্চিন্তায় আছেন সেই শিক্ষার্থী, গণমাধ্যমের মাধ্যমে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
Leave a Reply