‘আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বিবেচনায় দেশে মূল্য বৃদ্ধি যৌক্তিক’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিকে (এসইউবি) হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ)।
শুক্রবার (০৮ এপ্রিল) সকাল ৯ টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)তে এ বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক এ প্রতিযোগিতায় রানারআপ হয়েছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ(এসইউবি)।
বিএফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি ও এটিএন বাংলার যৌথ উদ্যোগে এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এবারের বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দলের হয়ে অংশগ্রহণ করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সরকারি দলের প্রধানমন্ত্রী – এস এম আল-আমিন
মন্ত্রী- ফাহমিদা আক্তার ইমা
সাংসদ-মো. শাহ আলম।
ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরীর কিরণের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. ম তামিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড.ম তামিম বলেন, সাধারণ মানুষের কল্যাণে জ্বালানি খাতে সরকারকে পরিকল্পিত ভাবে ভর্তুকি দেওয়া উচিত বলে মনে করি। এই খাতে সরবরাহ সহ সরকারের গঠনমূলক সমালোচনা করেন ড. ম তামিম।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ
‘কম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও মেগা প্রকল্পে দূর্নীতি বন্ধ করে সরকারকে জ্বালানি খাতে সরবরাহ বাড়ানোর তাগিদ দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি এবং প্রধান অতিথি ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।
Leave a Reply