চোর
সাগর শিকদার
শুনেছি-
সরকারের দেওয়া রিলিফ নাকি
কারা করেছো চুরি?
আচ্ছা ভাই,তোমরা তো চোর,
তোমাদের কীসের বাহাদুরি?
কে দিয়েছে ক্ষমতা তোমায়,
কে দিয়েছে এই মহৎ দায়িত্ব,
গরিবের ধন লুট করে,
করছো কেমন রাজত্ব?
চোরে চোরে খালাতো ভাই,
বুঝতে আর কিছু বাকি নাই।
এতদিনে এতটুকু বুঝে গেছে বাঙ্গাল,
তোমরাই ধরণীর সবথেকে বড় কাঙ্গাল।
ঝরে যাবে সব ফুল,শুকিয়ে যাবে পুকুর,
মানুষ তোমরা নও,পথের হিংস্র কুকুর।
চাল চোর,ডাল চোর,চোরের কতো বেশ
লুটে পুটে করলো শেষ
আমার সোনার বাংলাদেশ।।
Great poem,keep it up.