তুমি এসো
সাগর শিকদার
তুমি এসো—
এক পারাবার অবহেলার বুকে
প্রেম শিকারী ছোট্ট নাওয়ে
লহরীর তালে ডুবে ভেসে।
তুমি এসো—
উপচে পড়া জল গড়িয়ে
কেড়ে নাও সে ঘাতক অস্ত্র
আমায় ঘায়েল করে বারংবার।
তুমি এসো—
গোধূলী বেলায় সূর্যাস্তের পূর্বে
কিংবা তার অন্তে শুকতারা হয়ে
একটু অাধটু চোখ রাঙ্গিয়ে।
তুমি এসো—
এক নির্জন বিভাবরীতে অদৃষ্টের
ভাজে সেজে ধীর পায়ে যতকাছে
আসা যায় বিস্মৃতির ছায়ারুপে।
তুমি এসো—
নীলাকার মহাশূণ্যে ধূসর
জলধর জড়সড় হয়ে অচিরেই
আমাকে যে উপায়ে সিক্ত করে।
তুমি এসো—
স্থির প্রহরে নির্ঝরীনির
পুলিন ধরে যেখানে আমি
চোখ তুলে প্রতীক্ষার জাল বুনি।
তুমি এসো—
বরাবরের মতোই রৌদ্রতপ্ত দিনে
বরষা সিক্ত বিকেলে কিংবা
চন্দ্রিমা হারানো অশান্ত রাতে।
তুমি এসো!তুমি এসো!তুমি এসো!
ভালোবাসো না বাসো—
তুমি এসো!
Leave a Reply