কবিতাঃ বৃদ্ধাশ্রমে স্মৃতি ছেলের ছবি
শ্রী জীবন কুমার সরকার
অনেকটা দিন হলো বাবা,
কেমন আছিস ওরে?
সেইতো,
বৃদ্ধাশ্রমে রেখে গেলি,
মনে পড়ে কি আমারে?
মনে না হলেও, সমস্যা নেই,
বড়ই ভালো আছি।
তোর,
ছোট বেলার ছবি আছে,
তাই দেখে সুখে বাঁচি।
তোর,
মায়ের খুবই পড়ত মনে,
তোর স্মৃতি আর তোকে।
সেই শেষ দেখা, তোর মুখটাকে
গেলি যখন রেখে।
মাঝে মাঝেই ও মুখ লুকিয়ে,
ফেলত চোখের জল।
তোর ছবিটাকে দেখেই আবার,
প্রাণেতে ফিরত বল।
বহুদিন তোর প্রতিক্ষাতেই,
হঠাৎ বুজলো আঁখি।
একা আমি আর তোর এই ছবি,
নিয়ে সুখেই থাকি।
জানি না বাবা, আর কতদিন,
রয়েছে আমার ক্ষণ!
ঈশ্বর পানে একটি চাওয়াই,
সুখে কাটুক তোর জীবন।
Leave a Reply