সান্ত্বনা
ওগো মা—চিন্তা করিস না!
একদিন এই আঁধার ঘুচে যাবে
মহামারীর ভয় চোখ থেকে মুছে যাবে
দীর্ঘশ্বাস ছেড়ে শ্বাস নিবি বুক ভরে।
ওগো মা—ভাবিস না!
তোর সন্তানেরা ফিরবে তোর কোলে
দীর্ঘদিনের উৎকন্ঠা মুছে তোর আঁচলে
এগিয়ে নিয়ে যাবে তোকে নতুন উদ্যমে।
ওগো মা—ভয় পাস না!
তোর গর্ভে জন্ম নেওয়া দামাল প্রাণ
হারতে শিখে নাই। স্রষ্টা যদি সহায় হয়—
শীঘ্রই তুই মুক্তি পাবি! ছিনিয়ে আনবো জয়!
মা বললো—
বৃথা এই সান্ত্বনা দিস না আমায়।
অবাধ্য তোরা বাধ্য হবি না কেমনে হবে জয়!
থাকলি না তুই ঘরে খোকা আমায় দিলি ফাঁকি
সময় তোদের বুঝিয়ে দিবে হিসাব যত বাকি।
রাস্তা ঘাটে খোলা জায়গায় ভিড় করিস না আর
এ যাত্রায় বেঁচে গেলে সুযোগ পাবি আবার।
সময় এখনও সহায় খোকা করিস না রে হেলা
আমায় বৃথা না বুঝিয়ে নিজেকে তোরা বোঝা।
লেখকঃ সাগর শিকদার
Leave a Reply