ইচ্ছে
চলো চলো ঘুরে আসি,
কুঁড়ে ঘরে নেচে আসি,
সকলে মিলেমিশে ঘুরেফিরে ঘরে ফিরি!
ঘর ঘর,
কোথা পাবি,
থাক তবে রাখ চাবি!
আজ ঘরে না ফিরি!
চল আজ গান করে, নেচে, খেলে,
ঘুরে ফিরি স্টেশন-চত্বরে!!
চল আজ তবে উঠে পড়ি কোনো এক ট্রেনে,
ঘুরিফিরি তোদের সাম্রাজ্যে!
ক্ষুধা ক্ষুধা!
চুই চুই পেটে ঘুরে ইঁদুর-বিলাই!
চল তবে দলবেঁধে খেতে বসি কোনো এক ডাস্টবিনে,
খুবক্লান্তে নুয়ে পড়ি রাস্তার কোল ঘেষে!
উফ তোদের শীত নেই?
শীত শীত!থাক তবে ঘুম থাক চল আজ গল্পে মিশি!
ভোর-ভোর চল যাই ,
খালি চোখে দেখি সূর্যোদয়!
পাখি হয়ে উড়ে যাই!
ঘুরেফিরি কত দেশবিদেশ!
চল আজ ভুলে যাই ভেদাভেদ,
ঘুরেফিরি মসজিদ, মন্দির,গীর্জায়,
মিলেমিশে লেগে পড়ি প্রার্থনায়!
চল আজ একসাথে বিশ্ব ঘুরি,
নিজ চোখে দেখে ফিরি,
তোদের খোলা চোখের
নির্ভয়ে বেঁচে থাকার
নতুন দিনের নতুন স্বপ্ন!
লেখকঃমৌ আফরিন (মিম),
ভূগোল ও পরিবেশ বিভাগ,দ্বিতীয় বর্ষ,
নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহী।
Leave a Reply