আজ শবিবার(২৩ মার্চ) বিকালে কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে কবি নজরুল সরকারি কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন আয়োজনের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, ইমরান হোসাইন নূর,ইসলামী আইনজীবী পরিষদের সেক্রেটারি জেনারেল, এডভোকেট মশিউর রহমান। কবি নজরুল সরকারি কলেজে শাখার সাবেক সভাপতি কে. এম. শামীম আহম্মেদ, এমরান হোসাইন সাদিক, রবিউল ইসলাম রেজা, উবায়দুল্লাহ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন,রমজান মাস ইবাদত বন্দেগীর মাস। একজন মুসলমান ঘরে, বাহিরে, মসজিদে, ক্যাম্পাসে সব জায়গায় আল্লাহর ইবাদত করতে পারে। রমজান মাসে এর পরিমাণ আরো বেড়ে যায়। সারাদিন রোজা রেখে ক্যাম্পাসে সকল ধর্মপ্রাণ মুসলমানদের নিয়ে একসাথে ইফতার করাটা কোনো দেশদ্রোহী কাজ নয় বরং সওয়াবের কাজ, সেখানে তাদের উপর নগ্ন হামলা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রমজান মাস এক বরকত ময় মাস। এ মাস সকল অন্যায় অত্যাচার, অবিচার থেকে মানুষকে দূরে থাকার বার্তা দেয়। এ মাসে বদর যুদ্ধ হয়েছিল। আমাদেরকে বদরের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে ইসলামের গনজাগরণ করে ইসলাম পন্থার হাতকে শক্তিশালী করতে ছাত্রদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ক্যাম্পাস শাখার সভাপতি রাশেদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেওয়ান মুহাম্মদ তাজিম এর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল ও মোনাজাতের মাধ্যমে আয়োজন শেষ হয়।
Leave a Reply