পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮ টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব জিল্লুর রহমান, সহকারী প্রধান মোহাম্মদ বেলালুর রহমান, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন, কে এম মহব্বত হোসেন, সৈয়দ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, মনোয়ার হোসেন, নাসির উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, শিলা খাতুন, কনি রানী সেন, ইসরাত জাহান সহ সকল কর্মচারীবৃন্দ।
উক্ত আয়োজনে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেন, সহকারী প্রধান শিক্ষক বেলালুর রহমান এবং প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান। এ সময় ভাষা শহীদের নাজাত ও মাগফেরাত কামনা করে ধর্ম শিক্ষক আব্দুল মমিন দোয়া পরিচালনা করেন।
প্রধান শিক্ষক জিল্লুর রহমান বলেন, শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সকলের হৃদয়ে লালন করতে হবে, এ দিবস সম্পর্কে পূর্ণ ধারণা থাকতে হবে।
এছাড়াও তিনি ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার ঘোষণা করেন এবং সেরা তিনজনকে পুরস্কৃত করেন।
Leave a Reply