জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী আজ। সারা দেশে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
আজ রবিবার (১৭ মার্চ) সকাল ১০ টার দিকে দিবসটি উপলক্ষে বিদ্যালয়ের বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। সপ্তম ও অষ্টম শ্রেণীতে চিত্রাঙ্গন প্রতিযোগিতা এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বঙ্গবন্ধুকে জানাও বিষয়ক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান, সহকারি প্রধান শিক্ষক মোঃ বেলালুর রহমান, সিনিয়র শিক্ষক তোফাজ্জল হোসেন, সাইফুল ইসলাম, কে এম মোহাব্বত হোসেন, আব্দুল মোমিন, সহকারি শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মালেক, শিলা খাতুন, নাসির উদ্দিন, মানিক উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, কনি রানী সেন, ইশরাত জাহান, আমেনা খাতুন সহ আরো অনেকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন, আমাদের সকলের উচিত বঙ্গবন্ধুকে জানা। আমাদের হৃদয়ে বঙ্গবন্ধুকে লালন করতে হবে। এসময় তিনি বাংলাদেশ স্বাধীন করতে বঙ্গবন্ধুর ভূমিকা শিক্ষার্থীর মাঝে তুলে ধরেন।
Leave a Reply