জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়, শিক্ষার সাথে সফরের সম্পর্কও তেমনি নিবিড়। তাই সফর শিক্ষার অবিচ্ছেদ্য অঙ্গ। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। ৬ মার্চ (বুধবার) পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনাজপুরের স্বপ্নপুরীর উদেশ্য রওনা দেয়।
এক দিনের সফরে প্রায় শতাধিক শিক্ষার্থী, দশ জন শিক্ষক এবং পাঁচ জন কর্মচারী যায়। সেখানে পৌঁছানোর পর দুপুরের খাবার শেষে লাকি কুপনের ড্র আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের থেকে ২০ জন বিজয়ীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী মৌ বলেন, শিক্ষা সফর আমাদের শুধু আনন্দই দেয়না বরং এর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে এবং শিখতে পারি, আমাদের জানার আগ্রহ আরও বাড়িয়ে দেয়,অজানা বিষয়ে জানতে আমাদের কৌতুহলী করে তোলে।
দশম শ্রেণির শিক্ষাথী আখি বলেন, শিক্ষা সফর শিক্ষার অংশ। আমরা শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে পাঠ্যবইয়ের বাইরেও যেন অনেক কিছু শিখতে পারি শিক্ষা সফর তারই উদাহরণ।
প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন, শিক্ষা সফর অনেক সুন্দর ভাবে সম্পূর্ণ করতে পেরেছি। অনেক উপভোগ করেছি। শিক্ষা সফর মানেই শিক্ষনীয় একটি বিষয়, আশা করি শিক্ষার্থীরা এই সফর থেকে পাঠ্যবইয়ের বাহিরে অনেক কিছু জানতে ও শিখতে পেরেছে। শিক্ষা সফর মানুষকে আত্মনির্ভরশীলতা শেখায়। তেমনিভাবে মনের প্রকৃতি প্রেমের সুপ্ত বাতিগুলোকে জাগ্রত ও শিক্ষার আলোকে বিকশিত করতে সাহায্য করে। সৃষ্টির রহস্য, মানুষ ও প্রকৃতির বিভিন্ন রূপ দর্শনের মাধ্যমে যেমন নিজেকে জানে, তেমনিভাবে বিশ্বজ্ঞান ও লাভ করে।
Leave a Reply