করোনা আতঙ্কের মধ্যে গোপালগঞ্জে সারারাত চলেছে ডাকাত আতঙ্ক।গতরাত ৯ টা-১০ টার দিকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় মসজিদ-মন্দিরে মাইকিং করে জানানো হয় পাশের এলাকায় ডাকাত পড়েছে সবার যা কিছু আছে তাই নিয়ে ডাকাত মোকাবেলায় প্রস্তুত থাকতে বলা হয়। অথচ কেউ-ই সঠিকভাবে জানে না কোথায় ডাকাত পড়েছে। আতঙ্কিত হয়ে মানুষ লাঠিসোঁটা নিয়ে গভীর রাত পর্যন্ত রাস্তায় অবস্থান করে। বিষয়টি এমন হয়েছে যে কাজুলিয়া এলাকার লোকজন বলছে কাঠি ডাকাত পড়েছে অন্যদিকে কাঠি’র লোকজন বলছে মাঝিগাতী ডাকাত পড়েছে। এভাবে এক এলাকা অন্য এলাকায় ডাকাত পড়েছে বলে সারারাত গুজব ছড়িয়েছে।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সচেতনতা চালানো হয়েছে যে, রাতে যদি কেউ স্বাস্থ কর্মী কিংবা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পরিচয়ে আপনার বাড়িতে যায় তাহলে দরজা না খুলতে বলা হয়েছে। কেননা ডাকাতেরা করোনা ভাইরাসে আক্রান্ত লোকের খোজে আপনার বাড়িতে এসেছে একথা বলেই আপনার ঘরে প্রবেশ করতে চাইবে।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুজব রটে পুলিশ,সেনাবাহিনী ও স্বাস্থ্যকর্মীর বেশ ধরে পিপিই,ত্রান বা অনুদান দিতে একদল ডাকাতরা বিভিন্ন বাড়িতে গিয়ে ডাকাতি করছে। এখন পর্যন্ত এর সত্যতা নিশ্চয়ন না করা গেলেও প্রশাসন সবাইকে সচেতন থাকতেই পরামর্শ দিয়েছে।
Leave a Reply