করোনা সংক্রমণ বাড়লেও পানছড়িতে বেশিরভাগ মানুষের মধ্যে সচেতনতা নেই। সরকারিভাবে মাস্ক পরা বাধ্যতামূলক হলেও মাস্ক ছাড়া চলাফেরা করছেন অনেকে। সরকারি বিধিনিষেধ থাকলেও গণপরিবহন, রাস্তাঘাট কিংবা বাজার কোথাও সঠিকভাবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্বের বালাইও। দোকানগুলোতে আগে মাস্ক বিহীন পণ্য বিক্রয়ের স্টিকার দেখা গেলেও অধিকাংশ দোকানে এখন তা লক্ষ্য করা যাচ্ছে না। মাক্স পড়া নিয়ে রয়েছে নানা অজুহাত। কেউ কেউ মাস্ক ব্যবহার করলেও কারো মাস্ক হাতে, কারো মাস্ক থুতনিতে, আবার কারো মাস্ক পকেটে রাখতে দেখা গেছে। বাস্তবে সরকারি বিধিনিষেধের কোন কিছুই মানা হচ্ছে না। যদিও গত ২১ জানুয়ারি ২০২২ ইং তারিখে মন্ত্রিপরিষদ বিভাগ করোনাভাইরাসজনিত রোগ কোভিট-১৯ এর বিস্তাররোধকল্পে সারাদেশে বিধিনিষেধ আরোপ করে।
সরজমিনে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তাররোধকল্পে সরকারের নতুন বিধিনিষেধ আরোপের বিষয়ে কেউ কেউ জানলেও, অনেকেই তা জানেন না।
এদিকে, উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এর নেতৃত্বে দফায় দফায় মোবাইল কোর্ট পরিচালনা করে স্বাস্থ্যবিধি অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করা হলেও সচেতন হচ্ছে না সাধারন মানুষ।
তবে, উপজেলা প্রশাসন বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনামূলক মাইকিং বা প্রচারণা কোন কিছুই লক্ষ্য করা যাচ্ছে না।
Leave a Reply