বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজ করে আসছে সোস্যাল ব্রইট সোসাইটি(SBS) -এসবিএস।রাস্তা-ঘাটের ভাঙন বাধা থেকে শুরু করে নানা রকম সামাজ সেবামূলক কাজ করে আসছে এসবিএস এর স্বেচ্ছাসেবীরা। কারোনার সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে এসবিএস’র সদস্যরা। তাছাড়াও বিভিন্ন সময়ে মানুষকে সেচ্ছায় রক্ত দান, দুর্যোগের সময় ত্রাণ বিতরণ এবং সতর্ক বার্তা প্রদান, অসহায় মানুষদের সাহায্য করে থাকে এই সংগঠনের সদস্যরা ।
সোসাইটির সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে ইমাম হোসেন শুভ ও মনির হোসেন শান্ত জানিয়েছেন তারা বিভিন্ন সময় অসহায় মানুষের মাঝে শীতের পোশাক, অসহায় ছাত্রছাত্রীদের লেখাপড়ার জন্য সাহায্য করে থাকে এবং তারা দারিদ্র ছাত্রছাত্রীদের জন্য লাইব্ররি তৈরির চেষ্টা করছে। যারা দূর-দূরান্ত লেখাপড়া করে তাদের নিয়ে এই সংগঠনটি তৈরি করা হয়েছে বলে সংগঠনের নেতৃবৃন্দ জানান।
Leave a Reply