করোনার ঝরে গেলেন বদরউদ্দিন আহমদ কামরান। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক এই মেয়র ও আওয়ামীলীগ নেতা আজ মারা যান।
সাবেক এই সিটি মেয়র দিবাগত রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ছিলেন। তিনি সিলেট সিটি কর্পোরেশনের প্রথম এবং একাধিক বার নির্বাচিত মেয়র। গত ৬ জুন তার করোনা পজেটিভ আসে। গত রবিবার তার বুকে ব্যাথা অনুভব হলে সন্ধ্যায় তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে আসা হয়। এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে আওয়ামীলীগের আরো দুই বর্ষিয়ান নেতা মোহাম্মদ নাসিম ও শেখ আব্দুল্লাহ মৃত্যুবরণ করেন। যদিও মোহাম্মদ নাসিমের করোনা রিপোর্ট পরবর্তীতে নেগেটিভ আসে।
একদিনের ব্যবধানে আওয়ামীলীগের তিন বর্ষিয়ান নেতার মৃত্যুতে দল সহ সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া।
Leave a Reply