পিরোজপুর জেলার কাউখালীতে ছাত্রদল নেতা আল আমিন খান (প্রিন্স) ও মোঃ সাইফুল ইসলাম (নবিন) এর নিজস্ব অর্থায়নে কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও সম্প্রতি ঘটে যাওয়া ঘূর্ণিঝড় আম্ফানের কারণে মানুষ গৃহবন্দী। একবেলা দুমুঠো ভাত যোগাড় করাটা এখন দক্ষিনাঞ্চলের মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। জাতির এই ক্রান্তিলগ্নে অসংখ্য বিত্তবান ব্যক্তিবর্গ এগিয়ে এসেছে,সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।তারই ধারাবাহিকতায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ১ নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের হতদরিদ্র কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়ে আসে ছাত্রদল নেতা আল আমিন খান (প্রিন্স) ও মোঃ সাইফুল ইসলাম (নবীন)। তারা তাদের নিজস্ব অর্থায়নে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। আল আমিন বলেন “দেশ নায়ক ও ছাত্রদলের সাংগঠনিক অবিভাক তারেক রহমান এর নির্দেশ মোতাবেক দেশ নেত্রী বেগম খালদাজিয়া ও বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের পক্ষ থেকে এ মহৎ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Leave a Reply