পিরোজপুর জেলার কাউখালী উপজেলার ১নং সয়না রঘুনাথপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড গোয়ালতা গ্রামে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত সোনাকুর গোয়ালতা সড়কের উপর মিসেস আনজিরা বেগম তার নিজস্ব উদ্যোগে তার নিজ বাড়ির সামনে এবং নিকটেই তার দোকানের সামনে ৪টি আইলেন (বিট) প্রস্তুত করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া।
যার ফলে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে অটোরিকশা, ভ্যান,মটরসাইকেল আরোহী যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে গেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার মেম্বার নিষেধ করা সত্বেও সে তা অমান্য করে ।পরবর্তীতে এলাকার লোকজন ভেঙে ফেলতে গেলে মিসেস আনজিরা বেগম অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাংতে নিষেধ করে
এই এলাকার মানুষঅতি শীঘ্রই আইলেন (বিট) সড়িয়ে ফেলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানায়
Leave a Reply