পিরোজপুর জেলার কাউখালী উপজেলার আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরাফাত রহমান (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আরাফাত কাউখালীর আসপর্দ্দি গ্রামের মৃত আজিজুর রহমান খান এর ছেলে।
স্থানীয়রা জানান,মঙ্গলবার (২৩মার্চ) দুপুর দেড়টার দিকে আশ্রম সড়কের আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এসময় আরাফাত গুরুতর আহত হয় এবং মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।
গুরুতর আহত আরাফাতকে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তারা বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। পরে বিকালে বরিশাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার রাতে মৃত্যু হয়।
Leave a Reply