পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বেকুটিয়া ফেরিঘাটে কুয়াকাটা থেকে যশোরগামী মীম জল নামের একটি যাত্রীবাহী বাসে অভিযানে চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়।
শুক্রবার সকালে সেগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরিব মানুষের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার নওশের আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার নওশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ২টার সময় কাউখালীর বেকুটিয়া ফেরিঘাটে মীমজল নামের যাত্রীবাহী বাসে অভিযান চালানো হয়। এ সময় বাসের বাস্কার থেকে ৫০ মণ জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য প্রায় আট লাখ টাকা
Leave a Reply