পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বেপরোয়া লেগুনার ধাক্কায় গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের শিক্ষার্থী অভিজিত রায়। আজ সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি লেগুনা বেপরোয়া গতিতে লেগুনাকে ওভারটেক করার চেষ্টা করলে তখন পাশ দিয়ে হাটা শিক্ষার্থীকে সজোরে ধাক্কা দেয়। এতে শিক্ষার্থীর পা গুরুতর ভাবে জখম হয়।
আহত শিক্ষার্থীর সার্বিক অবস্থা পরিদর্শনে হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা, বিভাগীয় চেয়ারম্যান এবং বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। বর্তমানে আহত শিক্ষার্থী স্যালাইনরত অবস্থায় কিমিয়া হাসপাতাল পাবনায় চিকিৎসাধীন আছেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের গেটের সামনাসামনি দুইটা স্পিড ব্রেকার থাকলেও বাস, ট্রাক, পিকআপ ভ্যান, লেগুনা, সিএনজি বেপোরায়া ভাবেই চলাচল করে, যা শিক্ষার্থীদের জন্য আতঙ্কজনক।
Leave a Reply