কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটি পুন:গঠন করা হয়েছে। পুন:গঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং সদস্য সচিব হয়েছেন ফার্মেসী বিভাগের প্রভাষক মানতাশা তাবাসসুম। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য জানা যায়।
কমিটির অন্য সদস্যরা হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, নারী দীপিতা কুমিল্লার সভাপতি পাপড়ী বসু এবং দুঃস্থ মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশন কুমিল্লার প্রধান নির্বাহী দিলনাশিঁ মোহসেন।
Leave a Reply