কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের জন্মদিন উপলক্ষে গরীব দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) দুপুরে সভাপতি ইলিয়াস হোসেন সবুজের উপস্থিতিতে শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ সম্পাদক এবং কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সহ সভাপতি নাজমুল হাসান পলাশের উদ্যেগে মূল ফটক সংলগ্ন ব্যাডমিন্টন কোর্টে প্রথমে কেক কেটে উদযাপন এবং পরে একটি এতিমখানা মাদ্রাসার শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদ ইবনে সাঈদ, রেজাউল মোস্তফা রিয়াদ, শাহ ফাহিম। সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান রাফি, এরশাদ হোসেনসহ হল শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা।
এ বিষয়ে নাজমুল হাসান পলাশ বলেন, “ইলিয়াস ভাইয়ের জন্মদিন উপলক্ষে ক্যাম্পাসের সবাইকে নিয়ে বড় প্রোগ্রাম এবং কনসার্টের আয়োজন করার প্ল্যান ছিলো। কিন্তু করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় ছোটো পরিসরে কোমলমতি শিশুদের নিয়ে আয়োজন করা হয়েছে। উনার উসিলায় ছোটো বাচ্চারা ভালো কিছু খেতে পারুক এটাই উদ্দেশ্য ছিলো।”
Leave a Reply