কুমিল্লার সদর দক্ষিণে গরীব-দুঃ স্থ ও ছিন্নমূল প্রায় এক হাজার ২ শত জন মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।এ স্বাস্থ্যসেবা প্রদান করেন কুমিল্লা সেনাবাহিনীর ২২ সদস্যের একটি দল।
১২ জানুয়ারি (মঙ্গলবার) সদর দক্ষিণের অলিরবাজার আর্দশ উচ্চ বিদ্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের ব্যবস্থাপনায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদানে নেতৃত্ব দেন ৩১ ফিল্ড এ্যাম্বুলেন্সের অধিনায়ক লে.কর্ণেল শাহপার আকন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩ বীরের অধিনায়ক লে. কর্ণেল মো: খায়রুল ইসলাম, পিএসসি, ক্যাপ্টেন জেসমিন জামান, ক্যাপ্টেন কাজী ফয়সল আহমেদ, ক্যাপ্টেন ফাইযা সোলাইমান,ক্যাপ্টেন আসিফ কবীর, লে: আ: সোবহানসহ আরো অনেকে।
চিকিৎসা প্রদানের পাশাপাশি জনসাধারণের মাঝে করোনা প্রতিরোধে মাস্কসহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়
Leave a Reply