কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৪ নং বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গলাচিপা গ্রামে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুইটি ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
সোমবার সন্ধ্যায় ইফতারের সময় আরএফএল ফ্যাক্টরির উত্তর পাশে ড্রাইভার জহির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় গ্রামবাসী ও পার্শ্ববর্তী আরএফএল ফ্যাক্টরির ফায়ার বিগ্রেডের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
আগুন লাগার ঘটনায় দুটি ঘরের আসবাবপত্র সহ প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply