কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়ন এর কামালপুরে রাস্তা অবরূদ্ধ করে রাখায় জনদূর্ভোগ চরমে। জমির মালিক লালু ফরাজি পিতা মোজাফফর ফরাজি, আর শহিদুল শেখ পিতা ইয়াদআলি শেখ উভয়ের কারণে কামালপুর বাজারে মেইন রাস্তা থেকে হাইস্কুল পাড়ার রাস্তা মাথা অবরূদ্ধ করে রেখেছে মেইন রোডের মুখ । এতে জনমনে অসন্তোষ বিরাজ করছে। উক্ত বিষয় টি নিরসনের জন্য এলাকাবাসী চেয়ারম্যান মহোদয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সরেজমিনে গিয়ে অবরূদ্ধ করে রাখা জমির মালিক লালু ফরাজি পিতা মোজাফফর ফরাজি, আর শহিদুল শেখ পিতা ইয়াদআলি শেখ এর সাথে যোগাযোগ করলে শহিদুল শেখ স্পষ্ট জানিয়ে দেন তিনি জায়গা ছাড়বেন না এবং লালুর সাথে মোবাইল ফোনে কথা হলে সে তার সুবিধার্থে ছাড়তে রাজি আছেন।
এই রাস্তা দিয়ে এক সময় পিয়ার পুর ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের ভেড়ামারা বা পার্শ্ববর্তী কোন শহরের সাথে যোগাযোগ করার প্রধান রাস্তা হিসেবে ব্যাবহার করতেন এলাকাবাসী সেই সুত্রে বাজারে পেছনে ৪০ থেকে ৫০ টি বসতি নিয়ে একটি মহল্লা গড়ে উঠেছে বর্তমান চেয়ারম্যান উক্ত মহল্লার লোক জনের সুবিধার্থে রাস্তার উন্নয়নের পদক্ষেপ নিলে তার পরের দিনই উক্ত রাস্তা টিনের ব্যাড়া দিয়ে ঘিরে দেন কোন আগাম নোটিশ ছাড়াই। পরবর্তীতে চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সুপারিশ নিয়ে গেলে লালু রাস্তা দিতে রাজি হলেও শহিদুল শেখ বিভিন্ন অজুহাতে রাস্তা দিতে নারাজ ।এতে করে উক্ত মহল্লা বাসি চরম ভোগান্তিতে পড়েছেন। উক্ত রাস্তার সাথে সম্পৃক্ত একটি কে জি স্কুল ও আছে সেইসব ছাত্র ছাত্রীদের যাতায়াতের ও ব্যাঘাত ঘটে। এছাড়াও ব্র্যাক অফিস আছে । মহল্লা বাসি গনসাক্ষর নিয়ে একটি লিখিত অভিযোগ করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর।
পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল নগর টিভি প্রতিনিধি কে জানান বিষয় টি তার দৃষ্টি গোচরে পড়েছেন। উভয় জমির মালিকের সাথে বসে বিষয় টি নিরসনের ব্যবস্হা করবেন।
Leave a Reply