কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আজ মঙ্গলবার (২৪নভেম্বর) সকালে গোদ রোগের উপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোদ রোগে যত্ন নিলে, বিকলঙ্গতা থেকে মুক্তি মেলে স্লোগানকে সামনে রেখে একদিনের কর্মশালায় লেপ্রা বাংলাদেশ এবং ফাইলেরিয়াসিস নির্মূল, কৃমি নিয়ন্ত্রণ ও ক্ষুদে ডাক্তার কার্যক্রম রোগ নিয়ন্ত্রন শাখা, স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে ও এসেন্ড প্রকল্প, ইউকেএইডের আর্থিক ও কারিগরী সহায়তায় সামাজিক উদ্ধুদ্ধকরণ এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল মারুফ, ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল আমীন,ভেড়ামারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহা: খলিল উল্লাহ্,মোকারিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ, ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু, জুনিয়াদহ ইউপি চেয়ারম্যান শাহেদ আহম্মেদ শওকত, বাহিরচর ইউপি চেয়ারম্যান রওশন আরা সিদ্দীকী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আহসান আরা, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার প্রকাশক ও সম্পাদক হেলাল মজুমদার, সাংগঠনিক সম্পাদক দৈনিক সাগর খালী পত্রিকার সহ-সম্পাদক মাসুদ রানা লেবু, উপজেলা সহকারী কৃষি অফিসার আল মামুন, সমাজ সেবা অফিসার আব্দুল ওয়াদুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপুল সরকার, ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ডেন্টিস্ট ডা. শাহ কামাল সবুজ, মেডিকেল অফিসার ডা. সুবাসিস শাহা প্রমুখ।
Leave a Reply