কুষ্টিয়ার ভেড়ামারায় শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২২ উপলক্ষে আজ ভেড়ামারা থানার হলরুমে পূজা উদযাপন পরিষদ ও সেচ্ছাসেবকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খায়রুল আলম।তিনি ভেড়ামারার পূজা মন্ডপ এর সেচ্ছাসেবকদের মাঝে বিশেষ পোষাক তুলে দেন।
এ সময় তিনি বলেন কুষ্টিয়া জেলায় ২৪৯ টি মন্দিরে পূজা উদযাপন হবে। এর মধ্যে ভেড়ামারা উপজেলায় ৯টি মন্দিরে পূজা উদযাপন হবে। এবারের পূজায় কুষ্টিয়া জেলায় মোট ৭৪১ জন পুলিশ সদস্য নিরাপত্তা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন।তারমধ্যে ৭৯টি মোবাইল পার্টি, ৭ টা অতিরিক্ত মোবাইল পার্টি, সাদা পোশাকে ৫৫ জন থাকবেন।প্রতিটা মন্দিরে আনসার বাহিনী, সেচ্ছাসেবকের পাশাপাশি ১জন করে পুলিশ সদস্য থাকবে।
ভেড়ামারা দৌলতপুর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব ইয়াছির আরাফাত, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন, পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুল, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, ওসি তদন্ত নান্নু খানসহ বিভিন্ন ইউনিয়ন এর চেয়ারম্যান বৃন্দ প্রমুখ।
Leave a Reply