কুষ্টিয়ার ভেড়ামারায় আজ সকাল নয়টার সময়
উপজেলা চত্ত্বরে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও আইসিটি অধিদপ্তরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯তম জন্মদিনে শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের ছবিতে পুষ্প মাল্য অর্পণ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকার,ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড: নুরুল আমিন, ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা,ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনছার আলি
সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন স্কুল থেকে আসা ছাত্র-ছাত্রী বৃন্দ।
Leave a Reply