কুষ্টিয়ার শাপলা চত্ত্বরে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ । গতকাল শনিবার রাতে শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ব্যাপারে আজ রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়া জেলা পুলিশের এক শীর্ষ কর্মকর্তা আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ বিজ্ঞপ্তিতে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাংসদ ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত থাকবেন।
জেলা পুলিশের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে দু’জনকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়েছে। বিস্তারিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে।
উল্লেখ্য,গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে(শাপলা চত্বর) বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা।
Leave a Reply