মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল

কুষ্টিয়ায় মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি রেজিস্ট্রি,সাব-রেজিষ্ট্রারসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ওয়াই.এ. মিফতা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৪০০ ০০০ বার

কুষ্টিয়ায় জ্ঞাত আয় বহির্ভুত প্রায় তিন কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আব্দুল কুদ্দুস (৬১) (বর্তমান অবসরে) এবং তার স্ত্রী আছিয়া খাতুনের (৫৩) বিরুদ্ধে মামলা করেছে দুদক কুষ্টিয়া।

বৃহষ্পতিবার বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামীর আদালতে শুনানী শেষে মামলাটি রেকর্ডভুক্ত হয়। সজেকা মামলা নং ৩ ও ৪ তারিখ ১৯/১১/২০২০।
দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মো: নাছরুল্লাহ হোসাইন বাদি হয়ে করা মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘ ২০ বছর ধরে একই কার্যালয় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের হিসাব রক্ষক আব্দুল কুদ্দুস কর্মরত ছিলেন। এসময় সরকারী কাজের দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেন। দুককের তদন্তকালে সম্পদের বিবরণ চেয়ে নোটিশ দেয়া হলে তিনি দুদক কার্যালয়ে দাখিলকৃত মোট সম্পদের বিবরণের সাথে বিদ্যমান স্থাবর ও অস্থাবর সম্পদের মধ্যে প্রায় দেড় কোটি টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভুত বলে দুদকের কাছে প্রতীয়মান হয়েছে; যার কোন সদুত্তোর দিতে পারেননি তিনি। একই ভাবে তার স্ত্রী আছিয়া খাতুনকেও সম্পদের বিবরণ চেয়ে নোটিশ দেয়া হলে তিনি দুদক কার্যালয়ে তার সম্পদের বিবরণ দাখিল করেন। আছিয়া খাতুনের দাখিলকৃত সম্পদের বিবরণ সরেজমিন দুদকের তদন্তকালে গড়মিল ধরা পড়ে।
সেখানেও প্রায় দেড়কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভুত সম্পদের হদিস পায় দুদক। বিষয়টি যাচায়কালে এই সম্পদের কোন যৌক্তিক সদুত্তোর দিতে পারেন নি আছিয়া খাতুন। যা দুদকের কাছে জ্ঞাত আয় বহির্ভুত হিসেবে চিহ্নিত হয়েছে। সেকারণে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের সাবেক হিসাব রক্ষক কুষ্টিয়া শহরের ২/২, কোর্টপাড়া শহীদ আব্দুল হামিদ লেনের বাসিন্দা মৃত: আতিয়ার রহমানের ছেলে আব্দুল কুদ্দুস এবং তার স্ত্রী আছিয়া খাতুন দুককের কাছে মিথ্যা তথ্য প্রদান করে দুর্নীতি দমন আইন ২০০৪ এর দ:বি: ২৬(২), ২৭(১) এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২এর ৪(২) ও৪(৩)ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এছাড়া কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সাব-রেজিষ্ট্রী অফিসে কর্মরত অবস্থায় পরষ্পর যোগসাজসে প্রতারণামূলক জাল-জালিয়াতির মাধ্যমে মৃত এক ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল দাতা করে জমি রেজিষ্ট্রি করার অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ায় সাব-রেজিষ্ট্রার শরিয়ত হোসেন(৬১)সহ ৪জনের বিরুদ্ধে দ:বি: ৪০২/৪৬৭/৪৬৮/৪৭১ ও ১০৯ধারায় মামল করেছে দুদক কুষ্টিয়া।
অভিযুক্ত আসামীগণ হলেন- দৌলতপুর উপজেলার(অবসরপ্রাপ্ত) সাব-রেজিষ্ট্রিী অফিসের সাব-রেজিষ্ট্রার কুষ্টিয়া শহরের ১১/৩, দাদাপুর রোড থানাপাড়ার বাসিন্দা মৃত: বাল্লক আলী মন্ডলের ছেলে শরিয়ত হোসেন(৬১), উপজেলার চিথলিয়া গ্রামের বদর উদ্দিনের স্ত্রী বাছি খাতুন(৪২), উপজেলার সাব-রেজিষ্ট্রী অফিসের দলিল লেখক নারায়ানপুর গ্রামের বাসিন্দা মৃত হাবিল উদ্দিনের ছেলে বাহাউদ্দিন(৪৮) এবং শেরপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে লোকমান হোসেন(৩৯)।

দুর্ণীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মো: নাছরুল্লাহ হোসাইন বাদি হয়ে করা মামলার এজাহার সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলা সাব-রেজিষ্ট্রী অফিসে রেজিষ্টিকৃত দলিল নং ৫২০৪/১৬ তে মৃত: সুফিয়া খাতুন গেনিকে জীবিত দাতা দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ দুদকের তদন্তে প্রাথমিক সত্যতা মেলে। দুদকের তদন্তকালে মৃত্যু সনদ পরীক্ষা করে দেখা যায়, ১৯৯৬ সালের ১৬ডিসেম্বর মৃত্যু বরণ করা সুফিয়া খাতুনকে জীবিত দলিল দাতা দেখিয়ে ২০০১৬ সালের ১৯জুলাই অভিযুক্ত দলিলটি সম্পাদিত হয়েছে। এরফলে সাব-রেজিষ্ট্র্রা, দলিল দাতা ও গ্রহীতাগণ পরস্পর যোগসাজসে প্রতারণামূল জালজালিয়াতির মাধ্যমে উদ্দেশ্যমূলক অপরাধ সংগঠন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..