বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র পটুয়াখালী কুয়াকাটা (সাগরকন্যা)। ২০২০ সালের ১৮ মার্চ করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের লকডাউন ঘোষণা করা হয়। সাথে সাথে সব শিল্প-কারখানা বন্ধ রাখা। যদিও তারপরে আবারো শিল্প-কারখানা সচল রাখা হয়। কিন্তু করোনার দ্বিতীয় ধাপ শুরু হওয়ার সাথে সাথে আবারো বন্ধ হয়ে যায় শিল্পকারখানা ও পর্যটন কেন্দ্রগুলো।সেই সাথে মানবতার জীবনযাপন করছে এসব পর্যটন কেন্দ্রের হাজার হাজার ব্যবসায়ী।দীর্ঘদিন যাবৎ পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। ফলে এখানকার অর্থনৈতিক অবস্থা দিনে দিনে অবনতির দিকে যাচ্ছে।
দ্বিতীয় ধাপে করোনার আক্রমণের শুরুতে কুয়াকাটা পর্যটন কেন্দ্র বন্ধ হয়ে যায়। দুই শতাধিক আবাসিক হোটেল ও দোকান বন্ধ রয়েছে।
কুয়াকাটায় হাজার হাজার মানুষের কর্মসংস্থান। কিন্তু পর্যটন কেন্দ্র বন্ধ থাকার কারণে তাদের মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি যত দ্রুত সম্ভব কুয়াকাটা পর্যটন শিল্প স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হোক ।
বর্তমানে হোটেল ব্যবসায়ীসহ ক্যামেরাম্যান, স্থানীয় দোকানপাট বন্ধ থাকায় সংশ্লিষ্ট সবার অর্থনৈতিক অবস্থা খারাপ এবং মানবেতর জীবন যাপন করছে। তাদের দাবি যে কোনভাবে কুয়াকাটা পর্যটন শিল্প খুলে দেওয়া হোক।
Leave a Reply