গত ০৪ মে বুধবার ৯ ঘটিকার সময় ঐতিহ্যবাহী উত্তর বাংলা কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কাকিনা স্টুডেন্টস’ ২০২০ সালের ১২ ই আগস্ট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে।
লালমনিরহাটের কাকিনায়,কাকিনা স্টুডেন্টস’ ফোরাম (কেএসএফ) কতৃক আয়োজিত কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০২১ ও উত্তর বাংলা কলেজ এইচএসসি ব্যাচ-২০২১ এ জিপিএ-৫ প্রাপ্ত এবং কাকিনা থেকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে ২০২০-২১ সেশনে ভর্তি সুযোগ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাকিনা মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাদুজ্জামান আশা ও কারমাইকেল কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি রায়হানুল ইসলাম,বিশিষ্ট সমাজসেবক উত্তর বাংলা কলেজ গভর্ণিং বডির দাতা সদস্য জাহাঙ্গীর হোসেন, উত্তর বাংলা কলেজের বাংলা বিভাগের সভাপতি ডক্টর আবু শাহাদত রুবেল,সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক জয়নুল আবেদীন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কাকিনা স্টুডেন্টস’ ফোরামের সভাপতি লুৎফুল কবির লিফাত।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মোঃ আশিকুন নবী লিতু(JnU) ও আনিফা হামিম আভা(BRUR)। এসময় আলোচক হিসেবে মোঃ আবু নাসের আল-আমিন শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- “যুদ্ধটা নিজের সাথে হওয়া উচিৎ। প্রতি মূহুর্তে নিজের মাঝে ভাল কিছু পরিবর্তন আনয়নে চেষ্টা করতে হবে। গতদিনের থেকে আমি যদি নিজের কোন পরিবর্তন না আনতে পারি, তবে এক সময় নিজেকে হারিয়ে ফেলা ছাড়া অন্য কোন পথ খোলা থাকবে না।”
এছাড়াও উক্ত অনুষ্ঠানে কাকিনা স্টুডেন্টস’ ফোরামের প্রধান সমন্বয়ক মোসফিকুর রহমান(BSMRSTU), সাবেক সভাপতি মোঃ মাহমুদুন নবী ফরিদ(BSMRSTU),কেএসএফের সহ-সভাপতি মোঃ রেজয়ানুল হক রাফি(DU),সাধারণ
সম্পাদক আবু বক্কর সিদ্দিক(UBC), নাইমুর রহমান(BUET) বক্তৃতা রাখেন।
Leave a Reply