বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে দিয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি) ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও বাংলাদেশ ছাত্রলীগ এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত কয়েকদিন ধরে গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধান কেটেছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝিনাইদহ জেলার নতুন কোর্ট এলাকায় ইনছান আলীর দুই বিঘা জমির ধান কেটেছেন বশেমুরবিপ্রবি ছাত্রলীগের পদপ্রত্যাশী সাহেদুল ইসলাম।
এ বিষয়ে ছাত্রলীগ কর্মী সাহেদুল ইসলাম বলেন,”কৃষি বিপ্লবের চলমান যাত্রায় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে নিজেদের সম্পৃক্ত করার মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারা এক সীমাহীন আনন্দ। আমরা প্রত্যয়ের অনুকম্পা ভরসা পাচ্ছে প্রান্তিক কৃষক,আমরা ছাত্রলীগ বঙ্গবন্ধু তনয়ার ভ্যানগার্ড, প্রগতির সেবায় শক্ত যোজক।”
উল্লেখ্য,২৪ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে কৃষকের বোরো ধান কেটে দেওয়ার আহ্বান জানান।
কেন্দ্রীয় ছাত্রলীগের ধান কাটার আহ্বান সাড়া দিয়ে দেশজুড়ে ধান কাটার উৎসবে রূপ নিয়েছে। ছাত্রলীগের এমন কর্মসূচিতে খুশি কৃষকেরা।
Leave a Reply