২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ মুভির দ্বিতীয় কিস্তি বহুল প্রতীক্ষিত ‘কেজিএফ চ্যাপ্টার টু’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৬ জুলাই। ওই দিন সরকারি ছুটির আবেদন করেছেন সিনেমার নায়ক যশের ভক্তের একটি গ্রুপ। এজন্য তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠিও দিয়েছেন।
প্রশান্ত নীল পরিচালিত ‘কেজিএফ চ্যাপটার টু’ সিনেমাটিতে যশ ছাড়াও অভিনয় করছেন- সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ।
এর আগে ছবিটির প্রথম কিস্তি ‘কেজিএফ চ্যাপ্টার ওয়ান’ মুক্তির পর ব্যাপক সাড়া ফেলে।দীর্ঘ আড়াই বছর পর আসছে সুপারহিট মুভির দ্বিতীয় কিস্তি। এদিকে মুক্তির তারিখ ঘোষণার পর যশ ভক্তরা সরকারি ছুটি চেয়ে আবেদন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরাবর। সেই চিঠি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
হিন্দি, তামিল, তেলেগু ও মালায়ালাম ভাষায় মুভিটি ভারতজুড়ে মুক্তি পাবে।
Leave a Reply