বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ ওয়াহিদ খান রাজ এর আগমন উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ই ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) বিকাল ৫ ঘটিকায় রাঙ্গাবালী লঞ্চ ঘাটের পন্টুন থেকে বিশাল ঘাড়ি বহর নিয়ে তাকে স্লোগানের মাধ্যমে রিসিভ করেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তারপরে কয়েক’শ মটর সাইকেলের সোডাউন নিয়ে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে উপস্থিত হয়। রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মু কামরুজ্জামান শিবলী ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উজ্জ্বল। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন খান ও উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি এস আলম উপজেলা মৎসজীবি লীগ সভাপতি ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জোবায়ের হোসেন ও মুঃ জাবির হোসেন, রফিকুল ইসলাম সহ রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যকালে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ওয়াহিদ খান রাজ বলেন, বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেষে অবস্থিত আমাদের উপজেলা আর এই উপজেলার সন্তান আমি আমাকে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি / সাধারণ সম্পাদক যেই দায়িত্ব দিয়ে সন্মানিত করেছেন আমার এই অর্জন ও সম্মান সব আপনাদের নেতাকর্মীদের মাঝে দিয়ে দিলাম, আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার দায়িত্ব সুন্দর ভাবে পরিচালনা করতে পারি। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পারি। আপনাদের দোয়া আমার পথচলার পাথেয়।
তিনি আরও বলেন, এই রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ একটি সুন্দর সাংগঠনিক দক্ষতাসম্পন্ন ইউনিট এই রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সকল নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীর দিনগুলোতে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সুনাম ধরে রাখবে।
সন্মানিত অতিথির বক্তব্যে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুজ্জামান মামুন খান বলেন, আজ আমরা গর্বিত আমাদের উপজেলার সন্তান ওয়াহিদ খান রাজ কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা হয়েছেন। আমরা তার উত্তরোত্তর মঙ্গল কামনা করি।
এছাড়াও রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মুঃ কামরুজ্জামান শিবলী ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জ্বল, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ রাসেল খান পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহসম্পাদক ও পটুয়াখালী সরকারি কলেজ এর সহ-সভাপতি মোঃ ফাহিম হোসেন, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক ও পটুয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য ইমাম হোসেন ইমন, পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর সাংগঠনিক সম্পাদক জাওয়াদু কবির প্রিতম, রাঙ্গাবালী সরকারি কলেজ এর সভাপতি রিয়াদ মৃধা সহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
Leave a Reply