সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করার দাবিতে ৫ ই জুন,২০২৪ জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমবেত হয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে রাত ৮ টার দিকে মশাল হাতে বিক্ষোভ মিছিল করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
তারপর এ সময় শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড হাতে নিয়ে সমাবেশে অংশ নেন। কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক এমনটাই প্রত্যাশা বিক্ষোভকারীদের।
Leave a Reply