দুরারোগ্য ব্যাধি ক্লোন ক্যান্সারে আক্রান্ত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের নিম্নমান সহকারী গোলাম কুদ্দুছ বিত্তবানদের নিকট আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন।
ক্যান্সার আক্রান্ত গোলাম কুদ্দুছ জানান, গত আট মাসে তিনি ৮টি কেমোথেরাপি নিয়েছেন। এতে প্রায় ৪ লাখ টাকার বেশি খরচ হয়েছে তার। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতার পাশাপাশি নিজের ব্যক্তিগত অর্থ দিয়ে এ পর্যন্ত চিকিৎসা চালিয়েছেন তিনি।
তিনি আরো জানান, আগামী ২ ডিসেম্বর থেকে সপ্তাহে ৫টি করে মোট ২৫ টি রেডিওথেরাপি নিতে হবে তার। যার জন্য তার প্রয়োজন প্রায় ২ লাখ টাকা। জাতীয় ক্যান্সার হাসপাতালে চলবে তার এই চিকিৎসা।
স্বল্প বেতনে চাকরি করা কুদ্দুছের পক্ষে পারিবারিক খরচ চালানোর পর চিকিৎসা চলমান রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তিনি সবার নিকট আর্থিক সহযোগিতা চেয়েছেন।
কুদ্দুছকে সহযোগিতা পাঠানোর ঠিকানা:
০১৭২৫৩৯৩১৩১(বিকাশ, পার্সোনাল, কুদ্দুছ)
নোবিপ্রবি প্রতিনিধি
নুবায়রা হাফিজ।
মোবাইল –01631901733
Leave a Reply