খুলনার কয়রা উপজেলায় দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী ওরিয়েন্টেশন শিরোনামে আমাদী ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে দুর্যোগ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার আমাদী ইউনিয়ন পরিষদের হলরুমে ক্রিশ্চিয়ান এইড এর আর্থিক সহযোগীতায় ও নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাহ ইলিয়াস এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী ও শিশু সংগঠনের নির্বাহী পরিচালক মুর্শিদা খাতুন,ইউনিয়ন পরিষদের সদস্য মো মনিরুজ্জামান ঢালী, মো. আজিজুর রহমান সরদার,দিলরুবা মিজান,মো.হাসানুজ্জামান ,মো.মনিরুল ইসলাম লিটন সহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ।প্রশিক্ষণ অনুষ্ঠানে দুর্যোগ বিষয়ে প্রশিক্ষণ দেন সিপিপি কয়রা ইউনিয়ন টিম লিডার ধীরাজ রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল বলেন,আমরা সুন্দরবন উপকূলে বসবাস করি,দুর্যোগ আমাদের নিত্যদিনের সঙ্গী।সচেতনতাই পারে দুর্যোগের ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে।তিনি ইউনিয়ন দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সকলকে যে কোন দূর্যোগের সময় আন্তরিক ভাবে যথাযথ দায়িত্ব পালন করার আহবান জানান।দুর্যোগ সচেতনতা বিষয়ে এমন প্রশিক্ষণ আয়োজন করায় তিনি ক্রিশ্চিয়ান এইড ও নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান
Leave a Reply